প্রভাত সঙ্গীত

২১৩


এসো এসো বন্ধু এসো

জীবনের প্রতি নিঃশ্বাসে

বসো বসো কাছে বসো 

মনকে ভরে সুবাসে


তুমি ছাড়া আর কে আছে 

আমার মনের কথা শোনাতে

আর কেহ নাই যাহাকে শোনাই 

গোপন কথা নিভৃতে

গাও গাও বন্ধু গাও 

আশায় ভরিতে বাতাসে


নাও নাও খুশিমনে নাও 

সব কিছু মোর হেসে হেসে