প্রভাত সঙ্গীত
২১৪
আঁখিতে ছিলো জল মমতা ছলছল
সে যবে গিয়েছিলো দূর বিদেশে
চাহিয়া মোর পানে
চাহিয়া মোর পানে কী যেন গোপনে
কয়েছিলো মোরে বঁধুয়া শেষে
বলো গো বলো গো
বলো গো বলো গো তোমরা বলো গো
সে কি ভুলে গেলো সকল কথা
এলো না এলো না
এলো না এলো না কথা বলিলো না
সে কি ভুলিলো মোর মর্মব্যথা
ভুলিতে নারি আমি তাহারই স্মৃতিখানি
সে স্মৃতি আজও দোলা দেয় মানসে
ভাবিবো না ভাবি
ভাবিবো না ভাবি বেশী করে ভাবি
কী ফুলডোরে মোরে বাঁধিলো যে সে