প্রভাত সঙ্গীত

২১৫


তব আসা-পথে কান পেতে পেতে

জেগে আছি যুগ ধরে

তোমার দেওয়া মালার 

তোমার দেওয়া মালার ডোর আছে তার 

ফুলগুলি সব গেছে ঝরে


দিন আসে যায় 

দিন আসে যায় কালের খেলায় 

রাত্রি ঘনায় আঁধার মায়ায়

আমি যে সদাই

আমি যে সদাই চারিপাশে চাই 

পল গুণে গুণে প্রতি প্রহরে


কান পেতে থাকার 

কান পেতে থাকার পল গোণার ব্যথার 

শেষ হবে কবে বলো গো মোরে