প্রভাত সঙ্গীত

২১৭


তোমারে চেয়েছি পরাণ দিয়েছি 

তুমি নিয়েছো কি জানি না

জানি না গো আমি জানি না


জানিয়া দিয়েছি

জানিয়া দিয়েছি বুঝিয়া দিয়েছি 

কোন বাধা আমি মানি না

মানি না গো আমি মানি না


ঝঞ্ঝা এসেছে

ঝঞ্ঝা এসেছে উল্কা পড়েছে 

চারিদিক কালো মেঘে ছেয়ে গেছে

তবু আমি একা

তবু আমি একা পথ চলিয়াছি 

সাথে নিয়ে তব ভাবনা

ভাবনা গো তব ভাবনা


তুমি সাথে স্মরি

তুমি সাথে স্মরি কাহারে না ডরি 

কোন কুচক্রে কাঁপি না

কাঁপি না গো আমি কাঁপি না