প্রভাত সঙ্গীত

২১৮


পিতা মাতা বন্ধু সখা 

আঁধারে আলোক বর্তিকা

সর্ব দেশে সব কিছু তুমি 

কেউ কখনো নয় একা


দুঃখের কাঁটায় তুমি গো কমল 

ব্যাথার জ্বালায় শীতল চন্দন

সব হারানোর স্পর্শমণি 

গুলবাগিচার সেরা মালিকা


তুমি আছো তাই আমিও আছি 

তুমিই প্রাণের দীপিকা