প্রভাত সঙ্গীত

২১৯


(কোন্) ভুলে-যাওয়া ভোরে 

মধুমাখা স্বরে 

ডেকেছিলে মোরে ওগো দেবতা


জড়েতে বধির প্রাণে অস্থির 

শুণিনি সে ডাক তব বারতা


ডেকেছিলে মোরে আকাশে বাতাসে 

সরিতার সুরে ফুলের সুবাসে

শিশুর সুহাসে তরুণের উচ্ছ্বাসে 

ধরণীর রূপে ভরা মাদকতা


গেয়ে যাও তুমি মমতার বাণী 

সবাকার লাগি ওগো বিধাতা