প্রভাত সঙ্গীত

২২০


কৃষ্ণমুরারি বাঁশরী তোমারই 

জাগাইয়া ছিলো জড়ে চেতনে

মধুর ভাবেতে মধুর হাসিতে 

মধুর ছন্দে মধুর চরণে


তারপর কত যুগ চলে গেছে 

মানস-যমুনা শুকাইয়া গেছে

তুমি আসিলে না বাঁশী বাজালে না 

ধ্বনি জাগালে না বিশ্বগগনে


তোমার অপূর্ণ কাজকে পূর্ণ 

করিব আমরা তোমারই স্মরণে