প্রভাত সঙ্গীত
২২১
তোমায় কত ভালোবাসি
তুমি জানো না তুমি
কত কথা আছে জমে
বলিব যে আমি
কেন তুমি প্রতি পলে
অত কাজে লেগে থাকো
কেন আমায় শক্তি দিয়ে
তোমার কাজে লাগাও নাকো
শক্তি জোগাও দিবা-নিশি
কাজ করে যাই নাহি থামি
কৃপার কণায় অনুকম্পায়
কাজে হব অগ্রগামী