প্রভাত সঙ্গীত
২২২
তুমি এসেছো তুমি এসেছো
এসেছো বকুলের গন্ধে ভরা
তাই পরাণ আমার হলো আপনহারা
বকুলের গন্ধে ভরা
যে আশা লুকায়ে ছিলো গোপনে
মানব মানসে ছিলো গাহনে
তাহাকে জাগায়ে স্পন্দনে
মুখরিত করিলে ধরা ধরা
যে ফুল ফোটেনি কভু স্মরণে
যে রঙ জাগেনি কভু মননে
তাহাকে ছড়ায়ে দিলে ভুবনে
সুরভিত হলো ধরা সারা সারা