প্রভাত সঙ্গীত

২২৩


ছন্দে ছন্দে তোমারই লীলা 

অণুতে অণুতে তুমি আছো

রন্ধ্রে রন্ধ্রে লুকায়ে রয়েছো 

রেণুতে রেণুতে তুমি নাচো


স্বপনে তোমায় পেয়েছিনু আমি 

স্বপনে হলো পরিচয়

স্বপনে ভালোবেসেছিনু আমি 

বুঝিনু তুমি মনোময়

সকল প্রাণের দীপশিখা তুমি 

সকল বীণায় তুমি বাজো


পুষ্পে পুষ্পে সুরভি গো তুমি 

চন্দনে তুমি শীতলতা

ঘন অরণ্যে কাকলি গো তুমি 

মধু মাঝে তুমি মধুরতা

মরুপথ মাঝে তুমি গো ঝরণা 

ধ্রুবতারা রূপে সদা রাজো