প্রভাত সঙ্গীত

২২৫


সাথে সাথে থেকো চরণে ধরে রেখো 

কখনো যেও নাকো দূর

ঝঞ্ঝা-বাত্যায় মর্মব্যথায় 

ভরিয়া দিও তব সুর


তোমারই ছায়াতে সবে রহিয়াছে সুখে

তব মুখপানে চেয়ে সবাই ভুলেছে দুঃখে

চরণ ধরিয়া রবো দূরে যেতে নাহি দোব 

পরশ লভিবো মধুর


দোষে না মনে রেখো আমিও তোমারই গো 

বিচ্ছেদে কোরো না আতুর