প্রভাত সঙ্গীত
২২৭
শোনো গো শোনো গো শোনো গো ধরাবাসী
অজানা পথিক এক এসেছে
মমতাভরা আঁখি সবারে ডাকি ডাকি
কী যেন কথা সে যে কহিছে
নাচের তালে তাল মিলিয়ে সে যে চলে
সুরের মায়াডোরে সবারে বেঁধে ফেলে
দেখো গো দেখো গো সবাই দেখো গো
মোহন সাজে সে যে সেজেছে
নূপুরনিক্কণে সবার কানে কানে
জ্যোতির দ্যোতনায় সবার প্রাণে প্রাণে
কহে সে দেখো ভরা সুধার পসরা
এনেছি বিলাইতে ধরা মাঝে