প্রভাত সঙ্গীত

২২৮


কৃষ্ণ

কংসদমনে শিষ্টপালনে 

নিশ্চয়ই আমি যাবো মথুরায়

শুভ কাজে যাই শোনো গো সবাই 

হাসিমুখে মোরে দাও বিদায়


ব্রজবাসী

এ কাজ হাসিমুখে করিতে পারিবোনা 

চাঁদেরে রাহুগ্রাসে যেতে দিতে

রথ-পথে তব শুয়ে পড়ে রবো 

যেতে নাহি দিব কোনো মতে


কৃষ্ণ

সারথি রথ চালাও ওদের উপরে 

যেতে হবে মোরে আজই মথুরায়


যতই প্রিয় হোক ব্রতকে সার্থক 

করিতে বাধা দিলে সহিবো না তায়