প্রভাত সঙ্গীত

২৩০


কৃষ্ণ

নারদ শোন কথা আমার এই ব্যথা 

সারিতে পারে ফেলে ভক্ত-পদরজঃ


ধরার কোন্ কোণে দেখো গো গোপনে 

লুকায়ে আছে সেই ভক্ত আজও


নারদ

এ কী হলো দায় কেহ না দিতে চায় 

চরণধূলি মোর কৃষ্ণচাঁদেরে


সবে কহে মোরে তুলিবো না ওরে 

ও পাপকথা মোর কর্ণকুহরে


ব্রজবাসী ভাই বলো কোথা যাই 

কেমনে বাঁচাই কৃষ্ণচাঁদেরে


পাপের ভয়েতে কেহ না চাহে দিতে 

চরণধূলি এই বিপদ মাঝারে


ব্রজবাসী

ভক্ত কি না আমি জানি না মহামুনি 

শুনিনি সে কথা কখনো আজও


পাপেরে নাহি ডরি সাহসে ভর করি 

কৃষ্ণে সারাইতে দিলাম পদরজঃ