প্রভাত সঙ্গীত

২৩২


কাছে ও দূরে না-জানা সুরে 

তোমারই গান আমি শুনেচি

মত্ত পবনে স্নিগ্ধ গগনে 

তোমারই ছটা আমি দেখেছি


বাহির জগতে ছন্দে গীতে 

কেহই ছিলো না সাথে মোর

দুঃখে ব্যাথাতে কান্না অশ্রুতে 

মুছাইয়া দিতে আঁখিলোর


আঁধার রাতে একলা পথে 

মোর সাথে সাথে তোমারে পেয়েছি


একাকী মোরে ফেলে সবাই চলে গেছে 

মিথ্যে ভালবাসা শূন্যে মিশিয়াছে

সকল বিপদে তুমি ছিলে সাথে 

তাই গো মনে প্রাণে তোমারে ধরেছি