প্রভাত সঙ্গীত

২৩৩


এসেছো এসেছো প্রভু এসেছো

জ্যোতির ছটায় ভরে পাশে বসেছো 

তুমি পাশে বসেছো


তোমার চরণরজেঃ পুণ্য ধরা 

তোমার পরশে প্রাণ পুলকে ভরা

চেয়েছো চেয়েছো তুমি চেয়েছো

মোর পানে হাসিমুখে আঁখি মেলেছো 

তুমি আঁখি মেলেছো


তোমার আশিষে ধরা পেলো নব প্রাণ 

তোমার ছন্দে সুরে এলো নব গান

নিয়েছো নিয়ছো তুমি নিয়েছো 

না-জানিয়ে দোষ-গুণ সবই নিয়েছো 

তুমি সবই নিয়েছো