প্রভাত সঙ্গীত

২৩৪


তব দরশন আশে রয়েছি পথের পাশে

নিরাশ করো না প্রভু এই শুধু নিবেদন


মমতামধুর হাসি কুসুম সুবাসে ভাসি

মোর প্রাণে যেন আসি জাগায়ে নব চেতন


এসো তুমি নাচে তালে যে নাচে ধরা মাতালে

মোর মনে সুধা ঢেলে নবরাগে নবতান


এসো তুমি নব সাজে ধূলির এ ধরামাঝে 

থেকো তুমি সব কাজে করে কৃপা অকৃপণ