প্রভাত সঙ্গীত

২৩৫


ভ্রমর কাছে এসে আমার চারিপাশে 

গুনগুনিয়ে এ কথা গেছে বলে

তুমি আছো বসে মোর ডাকার আশে 

তোমায় আমি কেন গেছি গো ভুলে


কেহই জীবনে চেতনে আনমনে 

তোমায় ভুলে যেতে পারে না কভু

শয়নে স্বপনে নিঁদে জাগরণে 

সবার সঙ্গে আছো গো প্রভু

তাকাতে নাহি জানি ত্রুটি যে নাহি মানি 

জেনেও নাহি জানি ভাসি অকূলে


দিন আসে যায় ফিরে নাহি চায়

কোথা চলে যায় নাহি জানি

সঙ্গে নিয়ে যায় কোথায় ব্যথায় 

ভরা মমতার যত বাণী

মর্মে ধরা দাও মননে শোণাও

তুমিই থেকে যাও সব গেলে