প্রভাত সঙ্গীত
২৩৬
ঘুমঘোরে দেখেছি গো
ভাবছো তুমি আমার কথা
কত যে যুগ ভেসে গেছে
কেউ বোঝেনি আমার ব্যথা
দিন আসে আর দিন চলে যায়
অশ্রুধারা বহায়ে হায়
আজ বুঝিলাম তুমি আছো
আমার লাগি ভরা মমতায়
তাই তো চলি ধ্যানে জ্ঞানে
তোমার পানে হে দেবতা