প্রভাত সঙ্গীত

২৩৭


এসো এসো তুমি এসো এসো 

উজ্জ্বল দীপশিখা সঙ্গে নিয়ে

আমার সকল ত্রুটি সরিয়ে দিয়ে 

সকল অহংকার ধুলায় মিশিয়ে


তুমি চাইলে কী না হয় এই ধরণীতে

(তুমি) ভাবলে সরিতা বয় মরুভূমিতে

বসো বসো তুমি বসো বসো 

আমার এ শুষ্ক মরুহৃদয়ে


তুমি চাইলে পাষাণেতে কমল ফোটে

তুমি ভাবলে আঁধারেতে আলোক ছোটে

হাসো হাসো তুমি হাসো হাসো 

আমার সকল ক্লেশ ভুলিয়ে দিয়ে