প্রভাত সঙ্গীত

২৩৮


আমার কথা এত দিনে 

পড়লো প্রভু তব মনে

তুমি ছিলে আমায় ভুলে 

তোমার যত ভক্ত সনে


ভুলে ছিলে অবহেলে 

ভক্ত আমি নই কো বলে

আমায় ধরায় পাঠিয়েছিলে 

তাও কি ছিলো না স্মরণে


(আজ) তোমার লীলায় তোমার কৃপায় 

তোমায় ধরি মনে প্রাণে