প্রভাত সঙ্গীত
২৪০
তোমার আলোতে ঝলমল করি
(আমি) তব সুরে সদা গান গাই
তোমার ভাবনা প্রাণে আছে ভরি
(আমি) তব পথে যেন নেচে যাই
স্বপ্নের সেই দেশে যাই ভেসে
(যেথা) কুসুমে নাহিক কাঁটা
ভাবের জোয়ারে যাই হেসে হেসে
(যেথা) জীবনে নাহিক ভাঁটা
জীবনের স্রোতে তোমার পানেতে
(আমি) যেন সদা ছুটে চলে যাই
তোমার আশিসে প্রাণের হরষে
(যেন) শিবজ্ঞানে জীবে দেখে যাই