প্রভাত সঙ্গীত

২৪১


তুমি আমার কত আপন 

আগে বুঝিনি

ছিলে আমার কাছে কাছে 

কেন ডাকিনি


ছিলে আমার সকল কাজে 

ছন্দে গানে সুরের মাঝে

সে বীণার তার আজও বাজে 

তখন শুণিনি


ওগো আমার চলার পথে 

গভীর আঁধারে

জেগেছিলো সেই স্মৃতিটি 

মনে বারে বারে

অভিমানে গেলে সরে 

আমায় ফেলে অনেক দূরে 

কেন তখন পায়ে ধরে 

হিয়ায় রাখিনি

সকল দ্বিধা সরিয়ে দিয়ে 

ধ্যানে ধরিনি