প্রভাত সঙ্গীত
২৪২
যাদের মোহেতে তোমারে ভুলেছি
তারা ছেড়ে গেছে আমারে
যাদের হাসিতে যাদের খুশিতে
বিলাইয়া ছিনু নিজেরে
মিছে ভালবাসা শূন্যে মিশেছে
অসারতা সব ধরা পড়ে গেছে
(আজ) চোখ খুলে গেছে তোমারে চিনেছি
ছাড়িবো না কভু তোমারে
(আজ) আমার হিয়ার সকল আঁধার
নাশি এসো মোর মাঝারে