প্রভাত সঙ্গীত
২৪৬
ভরা বাদলে তুমি এসেছিলে
জলদের ছটা মাখিয়া গায়
সে দিনের সেই পুণ্য স্মৃতিটি
আজও প্রাণে শিহরণ জাগায়
কত দিন গেছে কত যুগ গেছে
ধরণীর রূপে কত রঙ এসেছে
সে দিনের সেই পুরোনো কথাটি
হারানো সুরেতে আজও মাতায়
আসা-যাওয়া আছে সকলের সাথে
তুমি শুধু আছো নিত্য বলিতে
তুমি ছিলে আছো থাকিয়া যাইবে
ধরা দিলে শুধু সে বরষায়