প্রভাত সঙ্গীত

২৪৭


ভরা বাদলে তুমি এসেছিলে 

এসেছিলে প্রভু সুরে সুরে

অভিমানে আমি মূক মুখে ছিনু 

তুমি চলে গেলে বহু দূরে

বহু দূরে প্রভু বহু দূরে


আজ পাশে বসো আরো কাছে এসে

ধ্যনমাঝে বসো মৃদু হেসে হেসে

অভিমান নাই সদা গান গাই 

তোমারই সুরেতে বাঁশি পুরে

বাঁশি পুরে প্রভু বাঁশি পুরে


রুনু ঝুনু ঝুনু তোমারই নূপুরে 

মন থেকে গেছে ভরে ভরে 

ভরে ভরে প্রভু ভরে ভরে