প্রভাত সঙ্গীত
২৪৮
আজকে প্রভু তোমার সাথে
নূতন করে হলো পরিচয়
মোহেরই ঘোর সরিয়ে দিয়ে
ধরা দিলে মনোময়
তাই তো দেখি ফুলবনে আজ
জোয়ার এসেছে
মাতাল হাওয়া মধুরিমায়
ভরে উঠেছে
কাণ পেতে শুণি একই সুরের
মূর্ছনা জাগে ভুবনময়
সুরেরই ঢেউ তানে তানে
বাজলো আজি প্রাণে প্রাণে
সকল হিয়ায় রঞ্জন এলো
স্পন্দন এলো তব দোলায়