প্রভাত সঙ্গীত

২৪৯


তোমারই আসা পথ 

চাহিয়া আছি যে আমি

শুণিলে না মোর কথা 

এখনও আসিয়া তুমি


আজিকে হিয়া মম 

বরষা-কেতকী সম 

সুরভি বিলায়ে চলে 

বিজনে বাতাস চুমি


সুরভি ভেসে চলে 

চরাচরে নভোনীলে 

ঝরা পরাগের ব্যথা 

শুণিবে না কি গো তুমি