প্রভাত সঙ্গীত

২৫১


আজি মোর আঁখিতে বান 

কেমন পরাণ 

(তুমি) দেখিয়া দেখো না


চলেছি তোমারই পানে 

তোমারই গানে 

(তুমি) ভাবিয়া ভাবো না


যারা তোমায় ভালোবাসে 

তোমারই লাগি কাঁদে হাসে

তাহাদের প্রাণের কথা 

মর্মব্যথা 

(তুমি) শুণিয়া শোণো না


তথাপি আমি চলিবো 

পথেতে তব 

জানিয়া রেখো 

(আমি) কিছুতে ছাড়িবো না