প্রভাত সঙ্গীত

২৫২


কে গো গেয়ে যায় সুরের মায়ায় 

ছন্দ জাগায় দেয় দ্যোতনা

নেচে চলে যায় মোর পানে চায় 

কথা নাহি কয় যেন চেনে না


বিশ্বাতীত কামনাশূন্য 

সর্বাধার পরমপুণ্য

ভরে আছে সব প্রাণে ও মনে 

হেন কিছু নাই সে জানে না


আনন্দঘন প্রকৃত প্রভু 

মমতাময় বিশ্ববিভু

সবার লাগিয়া সতত জাগিয়া 

কোন কিছুকেই সে ভোলে না