প্রভাত সঙ্গীত
২৫৪
মন ভেসে যায় সজল হাওয়ায়
চম্পক-সুরভি মাখি
সে যে অচেনা বঁধু প্রাণের সব মধু
ঢালিয়া তারে গো ডাকি
কেন সে থেকে যায় দূর বিদেশে
কেন সে নাহি আসে কাছে
কেন গো মোর পানে নাহি তাকায় সে
কেন সে দূরে থেকে নাচে
তাহারই ছন্দে গানে চলি যে তারই পানে
যে রেখেছে নিজেরে ঢাকি
নহে গো নহে গো নহে দূরে সে
সে যে মোরে সব চেয়ে ভালবাসে
বিপদে সম্পদে থাকে পাশে পাশে
দেখা নাহি দিয়ে সে যে মৃদু হাসে
যদিও অচেনা নহে সে অজানা
তার লীলা বুঝিতে না বাকি