প্রভাত সঙ্গীত
২৫৫
আমি তোমার লাগিয়া জাগিয়া রয়েছি
সতত তোমার পথ চেয়ে
তোমার লাগিয়া মালা গেঁথে আর
তোমার ভাবনা মনে নিয়ে
কেন বাঁধলে আমায় বাঁধনডোরে
বাঁধলে কেন গো
কেন ভাসাও আমায় আঁখির লোরে
ভাসাও কেন গো
আমি কিছুতে তোমায় ভুলিতে পারি না
পড়িলাম এ কী মহা দায়ে
তাই এসো গো গোপনে আমার মননে
একান্তে মোর হয়ে গিয়ে