প্রভাত সঙ্গীত
২৫৬
বর্ষামুখর রাতে নৃত্যের সাথে সাথে
তুমি এসেছিলে হৃদি আলোকিত করিয়া
রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু
রুনুঝুনু রুনুঝুনু রুনঝুন রুনঝুন
মধুরিমা-মাখা রাগে প্রাণ-ঢালা অনুরাগে
আমার সকল মোহতিমির নাশিয়া
মমতামধুর আঁখি ভরা ছিল সুষমায়
মোহন কন্ঠ তব ভরা ছিল কী মায়ায়
বার বার ডেকেছিলে সুধাধারা ঢেলেছিলে
আমারে মাতায়েছিলে মৃদু মৃদু হাসিয়া
আমারে শিখায়েছিলে তুমি ছাড়া এ নিখিলে
আর কেহ নাই যারে পাই ভালবাসিয়া