প্রভাত সঙ্গীত

২৫৮


অরুণ তোমার ভোরের আলোয় 

আমায় সঙ্গে নেবে না

বিশ্বভুবন রাঙিয়ে আমার 

সঙ্গে কথা কবে না


চলবো তোমায় সঙ্গে নিয়ে 

তোমার রঙে রঙ মিলিয়ে

সকল প্রাণকে রঙীন করে 

জাগিয়ে নোতুন চেতনা


সবার হিয়ায় করে নোব ঠাঁই 

সবাই আপন পর কেহ নাই

একাই ধরায় এসেছি গো 

একেরই নিই ভাবনা