প্রভাত সঙ্গীত
২৫৯
ফাল্গুনের আগুন-লাগা
পলাশ বনে কে এসেছে
দেখে যেন হয় গো মনে
চিনি চিনি চেনা আছে
না জানিয়া বেসেছি ভালো
তারই রঙে জ্বেলেছি আলো
তারই ভাবে বিভোর হিয়া
নেচে চলে যায় তারই কাছে
দোষ-গুণ নাহি বুঝি
পরশমণি পেয়ে গেছি
(তাই) মনেরই মঞ্জুষা মোর
মধুমাসে মেতে উঠেছে