প্রভাত সঙ্গীত
২৬১
তোমার আসা তোমার যাওয়া
হয় না কভু
ছিলে আছো থাকবে তুমি
সবখানে
প্রভাত-রবির আলোয় প্রভু
নাচছো তুমি মোর মনে
তুমি নাচছো সদাই
সব মনে
সকল প্রাণের প্রদীপ তুমি
সকল মন্ত্র যাহাই শুণি
সবায় নিয়ে সব বিষয়ে
(তুমি) করছো লীলা নিজ সনে
সকল রূপের স্রষ্টা তুমি
সকল ধ্যানের আধারভূমি
জেনে কিংবা নাহি জেনে
(মোরা) চেয়ে আছি তব পানে