প্রভাত সঙ্গীত

২৬২


একেলা পথ চলি কিছুতে নাহি টলি 

এগিয়ে চলি আমি তাহারই টানে

অতীত কথাগুলি পিছনে রাখি ফেলি 

সদাই যাই চলে তাহারই গানে


মানসব্রজপরিক্রমায় হায় 

কত কী যে আসে কত কী যে যায়

তাদের রঙ-রূপের নেশা মোহ কেটে 

সতত চলেছি তাহারই পানে


পথের কাঁটাগুলি উপড়িয়া ফেলি 

সবার পথ চলা আলোকে ভরে তুলি

সবার কথা ভেবে সবার অনুভবে 

নিজেরে মিশায়ে সুমধুর তানে