প্রভাত সঙ্গীত

২৬৪


গহন রাতে মনোবীণাতে 

হিয়ার গোপন ব্যথা

বলিবো তোমার কানে কানে 

আমি বলিবো তোমায গানে গানে


ধরায় কেন কান্না আসে 

হাসি-খুশীর পাশে পাশে

সহসা সুখ সরে যায় 

ক্ষণিক আলোর ঝিলিক টেনে


যে বা তোমায় সদাই ডাকে 

দাও না সাড়া কেন তাকে

কেন গো ফুল ঝরে যায় 

জোয়ার শেষে ভাঁটার টানে