প্রভাত সঙ্গীত

২৬৫


আকাশে ছিলো যে মেঘ 

সে যখন এলো

সকল আঁধার সরিয়ে দিয়ে সে এলো


বুঝিতে নারিনু তারে 

কী যে সে বলিলো মোরে

প্রাণের আকুতি তাহাতে যে ভরা ছিলো


বাহির বিশ্ব হাতছানি দিলো মোরে 

শুনিয়া শুনি নি তারে

মরমের বাণী কী যেন সে এনেছিলো


(আজি) চলেছি তাহারই টানে 

মমতামধুর গানে

হারানো মাধুরী সবই সে ফিয়ায়ে দিলো