প্রভাত সঙ্গীত
২৬৬
তোমায় আমায় প্রথম দেখা
সোণালী সাগরতটে
আলোকধারায় বন্যা এনে
এসেছিলে মানসপটে
এসেছিলে নিঝুম রাতে
বীণার তারে ঝঙ্কারেতে
আকাশ ভরা কবিতাতে
ধরা দিয়েছিলে অকপটে
স্বপ্নে যখন ধরা দিলে
জাগরণে কেন না এলে
সকল সত্তা ঝলমলিয়ে
দুঃখে সুখে সঙ্কটে