প্রভাত সঙ্গীত

২৬৭


তোমারই আশে রয়েছি বসে 

তোমারই পদধ্বনি মন মাতায়

(মধুর হাসি তব) তোমারই সৌরভ 

হতাশ হৃদয়ে আশা জাগায়


(তোমারই ফেলে আসা) চরণধূলি পরে 

বিশ্বমানবতা আভূমি নতি করে

তোমারই রঙে রূপে তোমারই ধূপে দীপে 

তোমারই প্রাণীনতা তৃষা মেটায়


(আমিও তোমারই গো) তোমারই সকলই তো 

বুঝেও বোঝেনা তমসাহত চিত্ত

তোমারই ছন্দে গানে তোমারই সুরে তানে 

তোমারই ভালোবাসা সবে নাচায়