প্রভাত সঙ্গীত
২৬৮
বন্ধু তোমার কঠোরতায়
ভয় পাবো না কোন কিছুতেই
আলোকের যাত্রাপথে
তোমায় চেয়ে আমি চলিবই
যে বা তোমায় বলে কঠোর
সে বোঝে না তোমার কদর
তোমার এই কঠোরতা
কোমলতাকে ডেকে রাখিতেই
যে বা তোমায় বলে নিষ্ঠুর
সে থেকে যায় তোমা থেকে দূর
কাছে এলে বুঝবে সে জন
সুজন তোমার মত কেহ নেই