প্রভাত সঙ্গীত
২৭১
(প্রভু) তোমারই লীলা তুমি বোঝাও
মনের মাঝে লুকিয়ে থাকো
ধরা নাহি দিতে চাও
দেখে সে মধুর হাসি
শুণে সে মোহন বাঁশী
মন কোথা যায় ভাসি
মোরে কাছে টেনে নাও
ভুলিতে চাহি গো যদি
না ভুলে সদাই কাঁদি
কেন ফুলডোরে রাখো বাঁধি
বলো তুমি কী বা চাও