প্রভাত সঙ্গীত

২৭২


তুমি কত না লীলাই জানো

বিশ্বভূবন চালিয়ে বেড়াও 

কোন মানা নাহি মানো


(তব) রথের চাকা এগিয়ে চলে 

দিগ্দিগন্তে নভোনীলে

সবার প্রাণে পরশ দিয়ে 

কোন বাধায় নাহি থামো


সবায় তুমি ভালোবাসো 

সবার লাগি কাঁদো হাসো

দুঃখের সময় দাও বরাভয় 

মিষ্টি হাসি সঙ্গে আনো