প্রভাত সঙ্গীত
২৭৩
আঁধার নিশীথে তুমি এসেছিলে
আলোকের ছটা সাথে নিয়ে
(আমার) মরু-হৃদিমাঝে দিয়েছিলে স্বাদু
সুশীতল সরিতা বহায়ে
তুমি এসেছিলে নীরব প্রহরে
মন্দমধুর স্নিগ্ধ সমীরে
(আমার) সব ক্ষুদ্রতা সকল দীনতা
দিয়েছিলে সুদূরে ভাসায়ে
(তখন) আকাশ ধরণী কেঁপে ঊঠেছিলো
সকল হিয়ায় ছন্দ যে ছিলো
(আমার) সব অহমিকা ধূলায় মিশায়ে
অমৃতের কণা দিয়ে দিয়ে