প্রভাত সঙ্গীত

২৭৪


তোমার আসা-যাওয়া হয় না কভু প্রভু

এ কথা জেনেও না জানি

নাহি তব আবাহন নাহি বিসর্জন

মেনেও না মানি


বিকাশের অবকাশে ধ্বংসের বীজ ভাসে 

নিত্যকালের লীলা বয়ে চলে মহাকাশে 

তৃতীয় নয়নে আগুন জ্বেলেছো তুমি 

দুচোখে হাসির চাহনি


সৃষ্টির আলো পাশে কালো ছায়া নেবে আসে

আলো কালো তুমি আপনি