প্রভাত সঙ্গীত

২৭৫


বন্ধু আমার এসো গো প্রাণে 

আকাশ এখন কবিতায় ভরা

চাঁদের হাসি মানা না মানে 

চাঁদের হাসি স্বপন আনে


(ভালবাসা তব) এ কী অভিনব 

ছন্দ জাগায় নিত্য নব নব 

ধরা পড়ে গেছো লুকিয়ে কেন আছো 

(আঁখি) মেলে চাও আমারই পানে


(সতত তোমারই) পথে চলিবো 

সকল রকমে তব মন ভোলাবো

মনেতে মেতে আছি ভয় ভুলে গেছি 

(নির্দ্বিধায়) যাবো তোমারই গানে