২৭৫১-৩০০০

২৭৫১ দমকা হাওয়ায় মন ভেসে' খায়


২৭৫২ না বলে' এলে, না বলে' গেলে


২৭৫৩ তুমি কী আলো ছড়িয়ে দিলে


২৭৫৪ তুমি এসেছ, এসেছ


২৭৫৫ বিশা বাপিয়া রয়ে গেছ


২৭৫৬ চয়ন করিয়া পুষ্পে পৃষ্পে


২৭৫৭ রঙিন পরী এলো জীবনে


২৭৫৮ নৃত্যের তালে তালে এসেছিলে


২৭৫৯ কুসুম পরাগে রাগে অনুরাগে


২৭৬০ তুমি এসেছিলে


২৭৬১ একলা হিলুম বসে' নেই সন্ধায়


২৭৬২ তন্দ্রা জড়ানো ছিল আখিপাতে


২৭৬৩ মনের মাঝে লুকিয়ে আছ


২৭৬৪ মেঘ সরেছে, টাদ উঠেছে


২৭৬৫ যাবে যদি যেও চলে' বেওনা আমায় ভূলে


২৭৬৬ আসবে বলে' গিয়েছিলে


২৭৬৭ তুমি যখন এলে আমার কুটারে


২৭৬৮ জেনেশুণেই ভুল করেছ


২৭৬৯ তোমারহ পথ চেয়ে


২৭৭০ বল্লেছিল এসে গা শোনাবে


২৭৭১ তোমার পথে প্রভু আলোর অভিযান


২৭৭২ যে ছন্দেশমেতে উঠেছ


২৭৭৩ ডাক দিয়ে দিয়ে বলেছিলে


২৭৭৪ দূরে যেও না, আড়ালে সরো না


২৭৭৫ উর্মিমালায় সাগর বেলায়


২৭৭৬ ঝঞ্চা যদি আসে আলো যেন


২৭৭৭ বিশ্বদোলায় দোল দিয়েছ


২৭৭৮ তুমি এসেছ ভালবেসেছ


২৭৭৯ আলোকের যাত্রা পথে


২৭৮০ না, না গো না, চলিয়া থেও না


২৭৮১ তুমি যে পথ দিয়ে গিয়েছিল


২৭৮২ মেঘের 'পরে নেঘ জমেছে


২৭৮৩ এই আলোঝরা নিশীথে


২৭৮৪ আমি মর্মে চেয়েছি তোমারে


২৭৮৫ ভালবেসেছিলে


২৭৮৬ দ্যুলোকে ভূলোকে ভরিয়া রয়েছ


২৭৮৭ তুমি কাছে থেকে দূরে


২৭৮৮ গান গেয়ে তুমি পথ চলেছিলে


২৭৮৯ যে তরী ভাসিয়েছিলুম আজিকে


২৭৯০ আগেও অজানা, পরেও অজানা


২৭৯১ মধুর এ মাধবী বনে


২৭৯২ তব পথ ধরে' আসিয়াহি চলে'


২৭৯৩ ভালাবাস' দিলে, হতাশা সরালে


২৭৯৪ মদির আবেশে কুসুমসুবাসে


২৭৯৫ তারার প্রদিপে ধরার সমীপে


২৭৯৬ মোর চিদাকাশে বিমুক্ত বাতাসে


২৭৯৭ আলোর ধারা এল মনে প্রাণে


২৭৯৮ কাদব কেন বসে


২৭৯৯ তোমারে যখন (দখেহি তখন


২৮০০ গানে গানে তুমি এসেছ


২৮০১ চম্পক-সুরভি মাথা


২৮০২ এসেছিলে পাশে মলয় নির্বাসে


২৮০৩ বলিয়া গিয়াছিলে আসিবে যথাকালে


২৮০৪ এই বর্ষণন্াত নিশীথে


২৮০৫ সুরভিত নীপনিকুঞ্জে


২৮০৬ তোমারে দেখিনি


২৮০৭ তোমারে খুঁজিয়া গেছি


২৮০৮ আমার এ শ্রীতি শুকাইবে


২৮০৯ এই কুসুমিত কিংশুককুপ্জে


২৮১০ (আছ) কুসুমসুবাসে


২৮১১ আঁধার নিশায় তূমি ধ্ুবতারা


২৮১২ বেতসকুণ্ে এসেছিল


২৮১৩ তোমারে চাহিনি দূরে রাখিতে


২৮১৪ আমি অণুর ছায়া


২৮১৫ মানবতা আজ ধূলায় লুটায়


২৮১৬ দূরে থাকিলেও তুমি যে আমার


২৮১৭ (মম) মানস মাধবীকুপ্জে শ্যাম


২৮১৮ গান ভেসে' যায় সুরের মায়ায়


২৮১৯ এই আলোবরা ফাল্ছুনী সন্ধ্যায়


২৮২০ তাল-তামালীর বনে মাঝে


২৮২১ আমার ছোট্ট মনে প্রভূ এসো


২৮২২ পথ চেয়ে আছি কতকাল ধরে'


২৮২৩ দূরে ছিলে, কাছে এসেছ


২৮২৪ বরষা মুখর রাতে দামিনীর দমকেতে


২৮২৫ কে গো তুমি না বলে' এলে


২৮২৬ কভু শুয়ে বসে' কখনো


২৮২৭ তুমি আছ, প্রভূ, আমি আছি


২৮২৮ প্রণের আবেগ ভরা


২৮২৯ আমায় ছেড়ে' কেমন করে


২৮৩০ কাজলা মেঘের অবদানে


২৮৩১ তশ্খাজড়িমা ছিল আঁখির তারায়


২৮৩২ কমলবনে ভূমি সৌরভ প্রিয়


২৮৩৩ ডেকে' ডেকে' চাই তোমাকে


২৮৩৪ তুমি ঘদি নাহি এলে


২৮৩৫ তোমারে চেয়েছি আমি


২৮৩৬ কত তপস্যা পরে তুমি এসেছ


২৮৩৭ আমার মালঞ্ে ফুটেছিল


২৮৩৮ কদন্ধ তলে তুমি এসেছিলে


২৮৩৯ বিশ্থের পরশমণি তুমি


২৮৪০ নীলাশু ধারার ভেসে' খায়


২৮৪১ সাগরবেলায় গান গেয়েছিলে


২৮৪২ গানের ধারা এগিয়ে চলে


২৮৪৩ দূরে কেন আছ প্রভূ


২৮৪৪ বর্ষণমুখর রাতে কেকারই সাথে


২৮৪৫ মনের গভীরে চুপিসারে


২৮৪৬ মনে এসেছিলে চুপিসারে


২৮৪৭ স্বগন-ভরা আয়ত আখি


২৮৪৮ আশায় আশা দিয়ে


২৮৪৯ আসিয়াছে আজিকে আধাঢ


২৮৫০ আলোর পর আলো


২৮৫১ কুসুমের গায়ে রঙ ছড়ায়ে


২৮৫২ কেন জানি না, কেন জানি না


২৮৫৩ গানে গানে আমি খুঁজেছি


২৮৫৪ বেলা বহে' যায় বলাকা পাখায়


২৮৫৫ জ্দোতন্া-নিশীথে খুশী-ভরা হাসিতে


২৮৫৬ মেঘ সরালে, আলো ঝরালে


২৮৫৭ তোমার এ লীলা প্রিয়


২৮৫৮ ফাগুনের আগুন জেলে দিয়ে


২৮৫৯ এসো তুমি আমার ঘরে


২৮৬০ তমসা শেষে আলোর দেশে


২৮৬১ (আমি) ভাবিতে পারিনি


২৮৬২ তোমারই আশে বসে' বসে


২৮৬৩ জ্যোতযারাতে আলোকপাতে


২৮৬৪ এসো মোর মনে অভিধ্যানে


২৮৬৫ কে যে এল, বলে গেল


২৮৬৬ ওগো প্রিয়, বলতে পার


২৮৬৭ কেন বে নাবল বাদল


২৮৬৮ কথা দিয়ে গেলে, কেন নাহি এলে


২৮৬৯ গানের তরী মোর তোমাকে স্মরি'


২৮৭০ তোমারই সাথে জ্যোতন্লা রাতে


২৮৭১ শত ডাকিলেও সাড়া দাওনি


২৮৭২ তোমায় আমি চেয়েছিলুম


২৮৭৩ তুমি এসো গানে, এসো ধানে


২৮৭৪ আমার মননে ভাবের ভুবনে


২৮৭৫ টাপ'র কলি বলে, যেও না

২৮৭৬ নীল আকাশে ভেসে'


২৮৭৭ অমানিশার তমসা ভেদিয়া


২৮৭৮ দীনের এ কুটিরে তাকাও


২৮৭৯ চাই ঘত ভুলে' যেতে, নাহি পারি


২৮৮০ খেদি) কঠঠেতে ভেসে' গান নাহি


২৮৮১ ছন্দে হন্দে নেচে' চলেহ


২৮৮২ এ পথের শেষ কোথায়


২৮৮৩ তোমারই পথ চেয়ে তব ভাবনা নিয়ে


২৮৮৪ আমার এ প্রতীক্ষা জানি গো প্রিয়


২৮৮৫ এসো প্রাণে, এসো ধ্যানে


২৮৮৬ আকাশে আঁঘি মেলে'


২৮৮৭ বুঝি না কী যে হ'ল


২৮৮৮ প্রাণের মাঝারে খুঁজেছি তোমারে


২৮৮৯ গানের এ মালাখানি গেথেছি


২৮৯০ প্রণাম আমি জানিয়েছিলুম


২৮৯১ ভেবেছিলুম এক্লা আছি


২৮৯২ ঘুমিয়ে পড়েছিল টাদ


২৮৯৩ এই শিশিরে ভেজা শারদ প্রাতে


২৮৯৪ এসেছিলে মনে গোপনে হেসে


২৮৯৫ জাকাশ কীদিয়া বলে, তারার মালা


২৮৯৬ কর্ণার ধারা ঢেলে' দিলে তুমি


২৮৯৭ উতলা পবনে মনোধবিতানে


২৮৯৮ তুমি মোর জীবনেরই দীপালোক


২৮৯৯ কেন গেলে চলে' ফেলে' আমায়


৯৯০০ তুমি এসেছিলে মন ভরে' দিলে


২৯০১ যেও না, যেও না প্রীতিডোর


২৯০২ তুমি জীবনের প্রুবতারা


২৯০৩ চলেছি ভেসে' চাদেরই দেশে


২৯০৪ পথে পথে ঘুরি তোমারেই স্মরি'


২৯০৫ তুমি এসেছিলে মোর মনের কোণে


২৯০৬ গানের দেবতা তুমি


২৯০৭ তোমাকে চেয়েছিলুম সুখে


২৯০৮ এসো প্রিয় আমারই মাঝে


২৯০৯ রঙে রঙে ভরে' দিয়েছ


২৯১০ কেহই যখন থাকে না তখন


২৯১১ মেঘে ঢাকা এ শ্রাবণী সন্ধ্যায়


২৯১২ সবাকার মনে সুশ্মিতাননে


২৯১৩ তোমার আসার পথ চেয়ে


২৯১৪ মনে মনে ডেকেছিলুম


২৯১৫ এই ভীবন-সৈকতে ভুমি কে


২৯১৬ দাঁড়াও ক্ষণিক অব্জানা পথিক


২৯১৭ বলিনিবেন যাও, তোমায়


২৯১৮ আধার সাগরে তুমি কে


২৯১৯ কে তুমি এলে আজি


২৯২০ মনে মনে এ কী করেছ


২৯২১ তোমারে ভালবেসেছি


২৯২২ মনে ছিল আশা, শুধু


২৯২৩ নীরব রাতে এই নিভৃতে


২৯২৪ সে ছিল অতিথি, মানেনিকো


২৯২৫ ফুলের বনে ভোমরা সনে


২৯২৬ তোমার পথ চেয়ে আছি


২৯২৭ ওগো প্রিয়, ওগো প্রিয়


২৯২৮ বীর চরণে এসো মননে


২৯২৯ তোষারে চেয়েছি বারে বারে


২৯৩০ তোমাকেই ভালবেসেহি


২৯৩১ নয়নে রেখেছ কেন


২৯৩২ মনের মাধুরী ঢালিয়া দিয়েছি


২৯৩৩ আধার নিশার ভরসা মোর


২৯৩৪ তোমায় কভু কাছে পাই নাই


২৯৩৫ তাকাও কেন অমন করে'


২৯৩৬ জাসার আশে আছি বসে


২৯৩৭ আবার শেষে পূর্বাশশে


২৯৩৮ নন্দিত তুমি বিশ্মৃভুবনে


২৯৩৯ যদি ভালবাস কেন না কাছে


২৯৪০ তুমি এসেছ, দীপ জেলেছ


২৯৪১ তুমি সবার মনের রাজা


২৯৪২ মায়ালোকে এসো চিত্তহারী


২৯৪৩ কথা দিয়ে গিয়েছিলে


২৯৪৪ পথের আলো নিবে গেছে


২৯৪৫ সবারে করি আহ্ান


২৯৪৬ তন্দ্রা ভেঙ্গে মোর জাগিয়ে দিও


২৯৪৭ আশায় বসেছিলুম বে তোমার


২৯৪৮ কাদা আর হাসা


২৯৪৯ আঁধারে গভীরে শ্রাবণে গোপনে


২৯৫০ নির্ডন বনে তুমি কে এলে


১৯৫১ গানের রাজা তুমি প্রাণে


২৯৫২ আজি মনের মুকুরে


১৯৫৩ তোমায় আমি ভালবাসি


২৯৫১ তব আগমনে ফুল ফুটিয়াছে


২৯৫৫ গানেরই ভূবনে নহি একা


২৯৫৬ নাম জানিনা পরিচয় জানিনা


২৯৫৭ আশা নিয়ে আছি বেঁচে'


২৯৫৮ ভুল করে' তুমি এসেছ


২৯৫৯ সে বলে' গিয়েছিল আসিবে


২৯৬০ এসো নন্দনবনে মনোলোকে


২৯৬১ (আজি) মলয় পরশে কৃসুম সুবাসে


২৯৬২ তোমায় ভূলে' থাকিতে যে চাই


২৯৬৩ পথ চলিতে আধার রাতে


২৯৬৪ তুমি সতত সাথে রেখো


২৯৬৫ এই শেফালী সুরভিত সন্ধ্যায়


২৯৬৬ গান গেয়ে যাই তোমাকে শোণাই


২৯৬৭ চিদাকাশে তুমি এসেছিলে


২৯৬৮ আঁধারনিশা পোহালো


২৯৬৯ জেনে' না-জেনে' আমি চেয়েছি তোমায়


২৯৭০ আমি দীপ জেলে' যাই


২৯৭১ তোমারে খুঁজিতে গিয়ে বারে বারে


২৯৭২ তোমারই নামে গান ধরেছি


২৯৭৩ ভূবনে রয়ে গেছ গোপনে


২৯৭৪ শুণিনি আমি প্রভু পথ ভূলে' কভু


২৯৭৫ সাধের মালাখানি এনেছি


২৯৭৬ তোমায় আমি পেলুম


২৯৭৭ তোমার এই ভাবের ঘরে


২৯৭৮ তোমার সঙ্গে মোর পরিচয়


২৯৭৯ তোমার পথ চেয়ে বসেছিলুম


২৯৮০ যে দীপের শিখা জ্বেলে' দিয়েছ


২৯৮১ কোন্‌ সে অজানা পথিক এসেছিল


২৯৮২ জ্যাৎন্না রাতে ১দেরই সাথে


২৯৮৩ নান না-ানা মানা না-মনা


২৯৮৪ এই শুক্লা নিশিখে সুমন্দ বাতে


২৯৮৫ এসেছ, এসেছ, তুমি এসেছ


২৯৮৬ সৃষ্টি রচেছ, এ কী করেছ


২৯৮৭ আঁখিতে ছিল যে জল


২৯৮৮ কীটা হয়ে ফুটেছিনু কমল


২৯৮৯ ভেবেহিলুষ তুমি আসিবে


২৯৯০ ঘন বরষা দিনে কালো মেঘের সনে


২৯৯১ রূপের সায়রে এলে অরূপ রতন


২৯৯২ লীলায় রচেছ এ সংসারে


২৯৯৩ আমি তোমারে চেয়েছি


২৯৯৪ আলোকে এসেছ


২৯৯৫ আসার আশা করে' কেটে' গেল


২৯৯৬ অরাপ রতন তোমায় আমি


২৯৯৭ মলয়ানিলে এই শেফালী মূলে


২৯৯৮ এই আলো-ঝরা শ্রাবণী সন্ধ্যায়


২৯৯৯ বজ্র-অনলে এলে শান্ত সুষমা চেলে'


৩০০০ তোমায় আমি চেয়েছি