প্রভাত সঙ্গীত
২৭৬
(সে যে) জ্যোতির ছটায় ভাসিয়ে দিলো
বিশ্বভূবন রাঙিয়ে দিয়ে
প্রাণের আলোয় ভরিয়ে দিলো
বলে কেউ তো আমার পর নাই
সবাইকে সাথে নিতে চাই
আমি শুধু মৃদু হেসে শুধু ভালবেসে
(আমি) অসীমের পানে নেচে যাই
(সে যে) সবার চিত্ত জিনিয়া নিলো
সবার মনের মর্মবেদনা
বুঝে সে যে সান্ত্বনা দিলো
আলোর সাগর তোলপাড় করে
সবাকার হিয়া মাতিয়ে দিলো