প্রভাত সঙ্গীত

২৭৭


(শুধু) তোমাকেই আমি ভালবাসিয়াছি 

না জানিয়া যুগে যুগে

ছুটিয়া চলেছি তব প্রেষণায় 

উল্কার গতিবেগে


এগিয়ে চলেছি তন্দ্রাবিহীন 

গেছে কত রাত গেছে কত দিন

তবু যাত্রায় বিরতি ছিলো না 

আঁখি ছিলো সদা জেগে


(আজ) তোমাকেই আমি পেয়েছি গো কাছে 

নয়ন-ভুলানো মধুমাখা সাজে

(আজ) সকল যাতনা লীন হয়ে গেছে 

তোমারই রূপে রাগে